কারো আছে অঢেল টাকা
কারো আছে কম টাকা
টাকা কম টাকা বেশি
নিয়ে কেন উপাধি গঠন।
কম টাকা কে বলে বসে
সমাজের এক গরীব মানুষ
বেশি থাকলে ধনী..!!
কম থাকলে গরিব।
গরীব কথা শুনলে,
চোখে আসে জল
ধনীর কথা শুনলে ..!!
চোখ দুটি যায় উপরে।
ধনী গরিবের কথা
খাতায় উঠেছে রেজিস্ট্রি করে
বিলুপ্ত করা দরকার..!!
গরিব কথা দুঃখের কথা।
যাদের অর্থ কম
তারা খুব কষ্ট পায়
গরিব কথা শুনে।।
তারিখ:২৫-০৮-২০২৩
সময়: সন্ধ্যা ০৬:৫৬ টায়
দিনাজপুর।