চলে গেছে পুরাতন বছর
নতুন এসেছে ধেয়ে
পেয়েছি বই হাতে নতুন
গড়বো নতুন জীবন।
পাঠে দিবো মন
আর নাই কোনো দ্বিধা
থাকবো না আর ঘরে বসে।
কে আসে দেখে বাঁধা হয়ে..?
বন্দী ঘরে থাকতে চাই না
খোলা আকাশে বিচরন
করাটা মোদের ভালো কাজ।।

রচনা কাল: ০৩-০১-২০২০
সময়: সকাল ১০:০০ টায়
দিনাজপুর।