বৈশাখের তপ্ত রোদ
কোথায় যাচ্ছো এত জোরে
ঝড় উঠবে ভাঙ্গবে সব
তাই যাচ্ছি জোরেশোরে।

দৈব মানে না কোন বাধা
লুকিয়ে কি কিনারা আছে
পড়তে হবে কবলে
উড়ায় নেবে দেহখানা।

আছাড় দিয়ে ভাঙ্গবে দেহ
কে বাঁচাবে তোমায় তখন
সবার হবে একই দশা
বৈশাখ কেন এত রাগী।

পহেলা মাসে স্থান পেয়েছে
তাই হয়েছে এত রাগী
বৈশাখ খাওয়ায় মুখটা ভরে
আর খাওয়া নাই কোন মাসে।।

তারিখ: ২৪-০৪-২০২২
সময়: দুপুর ১২:০০ টায়
দিনাজপুর।