চলে যায় পরপারে
নেয় না কিছু সাথে
থেকেই যায় কোথায় থাকে
ঘরের কোণে।

তাহলে কেন এত দাপাদাপি..?
রেখে গেলে ঘর ভর্তি করে
গেলো না কেন সাথে..?
এত করে করলে যোগাড়।

ধনের পাহাড় তুমি
কি হলো..?
বেশি না একটা বোঝা
নিতে যদি সাথে,
আরাম-আয়েশে খেতে মজা করে।।

রচনা কাল:১৫-০১-২০২১
সময়: রাত্রি ৯:০৫ টায়
দিনাজপুর