অন্ধকারে থাকিও না
হারিয়ে যাবে সব কিছু
জগৎটা ঘুরে দেখো
কোথায় কি আছে..?
জগতে আছে অনেক কিছু
খুঁজে বের করতে হবে
ধৈর্য নিয়ে খুঁজতে হবে
হতাশ হয়ে লাভ নাই।
আলো যদি ফুটাতে চাও
সচল চোখে দেখতে হবে..!!
চোখের আলো বৃদ্ধি চাও
দেখতে পাবে সকল সময়।
ভালো রেখো চোখটা তোমার
ভালো রেখো মনটা তোমার
আঁধারের পাশে যেওনা
লুকিয়ে রাখবে সকল সময়।
ডুববে যখন রবির আলো
ধেয়ে আসবে অন্ধকার
ধৈর্য্য নিয়ে থাকতে হবে
আবার আসবে সকালটা।।
তারিখ:২৩-০৫-২০২২
সময়: রাত্রি ০৯:১০ টায়
দিনাজপুর