থাকি আমি বছর বছর
কেউ নেয় না আমার খোঁজ
মর্ত্যৈ ছিলাম ভালোই ছিলাম
ছিল একসঙ্গে বসবাস।
এখানে কেন একা একা
কাটছে দিন অবিরত
আন্ধার ঘরে বসে আছি
আলো জলে না।
আর কিছু নাই কেবল
অন্ধকারে কাটে জীবনটা
তোমরা সবাই সজাগ থাকো
আসতে হবে কোন সময়।
তখন আমার মত তোমাদের
একই অবস্থা হবে
আগে থেকে জেনে রাখা ভালো
যা মনে চায় তাই করো।
উদারতায় জীবন কাটাও
এক বিন্দু আসবে না যে সাথে
পুঁজি করে লাভ নাই
মর্ত্যৈ পুজি করে আসা
এক ভ্রান্ত ধারণা।।
২৫-০৭-২০২১
দুপুর ১:৩০ টায়