যে যাবে শ্মশানে
সে থাকবে আরামে
নাই কোন কাজকর্ম
নাই কোন হাঁটা চলা
নাই কোন খাওয়া-দাওয়া।
চির ঘুমে থেকে যাবে
উঠে বসার শক্তি নাই
কথা বলার ভাষা নাই
কাছে নাই আপনজন।
বাকশক্তি চলে গেছে
শুনবে কোন ব্যক্তি বিশেষ
জীবনের শেষ পরিনিতি
ভেবে দেখো জীবিত কালে।
খুঁজে পাবে অনেক তথ্য
লিখে যাবে বইয়ের পাতায়।।
তারিখ: ২৬-০৫-২০২৩
সময়: সকাল ১১::১৫