তালাবদ্ধ দেশটাতে
কি হবে শেষটাতে
মরছে মানুষ লাখে লাখে
এর প্রতিকার কে করে।
হতাশ হয়ে ফিরছে ঘরে
রোগ-বালাইয়ের শেষ নাই
শিশু ছেলে কাঁদছে বসে
গলা ছেড়ে..!!
পিতা গেলো আজকে মরে
পরে গেলো ছেলে চলে;
যাচ্ছে তাহা অহরহ
বাঁধ দেওয়াতে ভরসা নাই
মুখে আছে মাস্কটা সচল।।
রচনা কাল:০১-০৭-২০২১
সময়: রাত্রি ১২:১৫ টায়