সুর ধরেছে রাখাল ছেলে
গানটা গাইবে মধুর সুরে
রাখাল ভাই কোথায় যায়
ধেণু লয়ে মাঠে যায়।
চরাবে গরু মাঠে মাঠে
পেটটা ভরে খাবে ঘাস
ফিরবে বাড়ি ধেণু লয়ে
বাঁধবে গরু গোয়াল ঘরে।
সঙ্গী ধেণু রাখালের
থাকতে হয় ব্যস্ততায়
ধেণু সেবা করে যায়
আর কিছু নাই কপালে তাঁর।
কবে মিটবে মনের সাধ
যেদিন হবে রাখাল সর্দার।।
তারিখ:১৭-০৩-২০২২
সময়: সন্ধ্যা ৬:০০ টায়
দিনাজপুর।