স্মৃতির পাতা হারিয়ে গেছে
আমি শুধু একা..!!
আমার যত সাথী ছিলো
কে কোথায় হারিয়ে গেছে
নাই তো তাহা জানা।

এমনি ভাবে দিন‌ ফুরাবে
নিজেই যাবো কোথায়
ভেবে ভেবে দিনটা যায়
মনটা অনেক ভারী।

দুনিয়াটা বসে আছে
সবার মাথার উপর
ভাঙবে না আকাশটা
কারো মাথার উপর।।

তারিখ: ০৭-০৩-২০২৩
সময়: দুপুর ২:০০ টায়
দিনাজপুর