বৃষ্টি করো সৃষ্টি
নইলে হারাবে দৃষ্টি
শুষ্কতে হারাবে চোখের জল
চোখ বাঁচানো হবে কঠিন।
মেঘ রাজার দেশে যাও
করজড়ে মাফ চাও
ঢেলে দিবে বৃষ্টি..!!
হবে মাটি খাঁটি
খাঁ খাঁ চলে যাবে
জীব সকল মুক্তি পাবে।।
তারিখ:০৫-০৬-২০২৩
সময়: দুপুর ৩:০০ টায়
দিনাজপুর