চাঁদ দিবে সঠিক তথ্য
কবে হবে খুশির দিন
শুনবে না কারো মুখের কথা
খাটবে না কোন গায়ের জোর।
চাঁদের আলো শুভ্র আলো
জানিয়ে দেই সকল তিথী
গ্রহ নক্ষত্র আছে ভেসে
আকাশের ও গায়ে
সময় হলে বলে দিবে।
কবে হবে খুশির জোয়ার
পৃথিবীতে কি ঘটছে?
দেখছে তাঁরা আকাশ থেকে
কথা বলে না ফোন করে না।
চিহ্ন ভাসায় আকাশের ও গায়ে
চিহ্ন দিয়ে বুঝিয়ে দেয়
কখন কি হবে..?
তারিখ: ২১-০৪-২০২৩
সময়: দুপুর ১:৩০ টায়
দিনাজপুর