বনে বটগাছকে পূজা দেওয়া
জামাইষষ্ঠী ও বলে
মেয়ে জামাই ষষ্ঠী পূজায়
মধু ফলের ডালা হাতে পাবে।
ছয় ফলের পূজা
তাঁর নাম ষষ্ঠী পূজা
জৈষ্ঠ্য মাসের শুক্ল পক্ষের
ষষ্ঠী তিথিতে ঘটা করে
বট গাছের তলায় পূজা করে।
এয়োগন সবাই মিলে একসাথে
পূজার আয়োজন করে..!!
পুরোহিতের মুখে মন্ত্রের ধ্বনি
হাতে ঘন্টা অন্য হাতে ফুল চন্দন,
ধান দূর্বা দিয়ে মা ষষ্ঠীকে পূজিত করে।
এয়োগনের উলুধ্বনিতে
পূজা অঙ্গন মুখরিত
বটগাছে হলুদ সুতা ঝুলানো হয়
বটগাছকে কঙ্কন দিয়ে শোভিত করে।
মায়েরা সন্তানের হাতে
হলুদ রাখী বেঁধে দেয়
পৃথিবীর সর্বত্র এই
পূজা প্রচলন আছে।