শীতের দিনে মাঠে মাঠে
হলুদ সরিষা ফুল
গাদাগাদা থোকা থোকা
ফুল ফুটেছে গাছে।
উড়ে উড়ে মৌমাছিরা
ফুলে এসে বসে
মধু নিয়ে চলে যায়
আবার ফিরে আসে।
সারাদিন মধু সংগ্রহ করাই
তাদের কাজ
সংগ্রহ করে লাভ কি ?
খেতে পায়না তাঁরা।
করে তাঁরা অন্যের জন্য
অনেক দয়া তাঁদের
মৌমাছির মত দয়ালু
হতে চাও সবে।।
রচনা কাল: ২৬-০১-২০২১
সময়: রাত্রি ১১:৩০ টায়
দিনাজপুর।