পরপারে যাওয়ার পর
স্বর্গ পাওয়া বড় ভাগ্যের ব্যাপার
তাই রমেশ দত্ত মেয়ের নাম
অন্য কিছু না রেখে
স্বর্গ বালা রেখেছে।

মৃত্যুর পর অনায়াসে স্বর্গে যাবে
স্বর্গনাম শুনে স্বর্গ স্থানেই রাখবে
এই চিন্তা করেই
এই নামটাই রেখেছে।

মনমোহিনী সেন স্বর্গনাম
শুনে বিস্মিত হলেন
জিজ্ঞেস করে জানতে পারলেন
পাপ থেকে মুক্তি পাবে।

স্বর্গরাজ্যে বিচরণ করতে পারবে
শুনে সম্মতি হলেন..!!
তিনিও পৌত্রের নাম দিলেন সূর্যকান্ত
সূর্যের আলো দিয়ে ভরিয়ে ফেলবে।

আকাশে মেঘে ঢাকা থাকলে
রোদে জগতটা ময় করে দিবে
পৃথিবীটা অনেক ভুলের মধ্যে আছে।

তাই ভুলটা বাদ দিয়ে
সঠিক পথ অনুসরণ করা
জ্ঞানের কাজ।।

তারিখ:০৪-০৮-২০২১
সময়: রাত্রি ১:৩০ টায়