স্বর্গ কখনো মর্ত্যে আসে না
স্বর্গ স্বর্গের জায়গায় থাকে
স্বর্গকে দেখা যায় না
অতি সুখকে স্বর্গ বলে।

রাজার হাল চাষ
স্বর্গ করে কথাটি প্রচলিত
রাজার থাকে অনেক ধনসম্পদ
তাই যে কেউ ভয়ে..!!
রাজার দ্বারস্থ হয়ে
রাজার হুকুম মতো সব করে দেয়।

অতীতে রাজা ছিলো শাসক
১৯৫০ সালে রাজ প্রথা বাতিল‌ হয়
রাজা নাম বাতিল হয় নি
রাজার নাম উল্লেখ আছে।

রাজবাড়ী ভগ্ন দশা হয়ে পড়ে আছে
এখনো ভগ্নদশা রাজবাড়ী দেখতে
জনতার ভীড় জমে।।

তারিখ:২৫-০৪-২০২৩
সময়: রাত্রি ১:২০ টায়
দিনাজপুর।