মনে মনে স্বপ্ন
বুনে লাভ নাই
যদি না থাকে সামর্থ্য
মনে আছে হবে বাড়ি,
হবে গাড়ি।
না হয় গাড়ি
না হয় বাড়ি
মনের আশা মনেই থাকে
বাড়ি-গাড়ি আশা করলে,
অনেক অর্থ রোজগার করতে হবে।
রোজগার করতে গেলে
আবার ভাগ্যে না
থাকলে হয় না
তখন হাত গুটিয়ে
বসে থাকতে হয়।
মনে মনে স্বপ্ন গুণে
লাভ হয় না
যদি না থাকে ভাগ্যে
আগে ভাগ্য পরে বাড়ি।।
রচনা কাল:১৪-০৫-২০২১
সময়: বিকাল ৩:৪৫ টায়
দিনাজপুর।