অজানা এক দেশ
স্বপ্নের কোন দেশ নাই
ঘুমে পাওয়া যায়
স্বপ্নের দেশ।

কোথায় যেন চলে যায়
বিমানে উড়ে দেশ দেখতে পায়
কত কিছু সাজানো-গোছানো
সব দেখতে পায়।

মনটা ভরে যায়
যেন গোলাপ বাগানে বসে থাকে
সুগন্ধে নিজেকে কি যেন মনে করে
কত কিছু দেখতে পায়।

পরীরা এসে নৃত্য করে
ভাবনা শুরু হয় আর এ‌দেশ
ছেড়ে যেতে চায় না
এইভাবে স্বপ্নের দেশে;
থাকতে চায়।

একটু পর ঘুম ভাঙলো
চোখ মেলে দেখতে পায়
আমি আমার জায়গায়
ঘুমিয়ে আছি।

তখন ভাবি কি আজব কাহিনী?
একটু আগে কোথায় ছিলাম
এখন আমি নিজের জায়গায়
দেখা হয়ে গেলো স্বপ্নের দেশ।।

তারিখ:০৯-০৩-২০২২
সময়: রাত্রি ১২:০০ টায়
দিনাজপুর।