সঙ্গে নিবো পূর্ণ বেঁধে
খাবে কি..?
খাবো পূর্ণ থেকে..!!
শেষ হবেনা কোনদিন।
সম্পদ সাথে যায় না
পূর্ণ সাথে যায়
কি করলে পূর্ণ পাবো
নিয়ে যাবো সাথে।
সৎ কাজ মহৎ কাজ
অনেক থেকে পূর্ণ
এসে জমা হয়
নিজের অন্তরের সাথে।
পরপারে যাওয়ার সময়
অদৃশ্য পূর্ণগুলি সাথে চলে যায়
অমর হয়ে থাকে পূর্ণ
শেষ নাহি হয়।
পূর্ণ থেকে সব পাওয়া যায়
অনন্তকাল থাকে পূর্ণ
নষ্ট নাহি হয়
তাহলে পূর্ণ জোগাড় করা
মহৎ একটি কাজ
ফসল বুনলে কৃষক পায়
গাদা গাদা কৃষিপণ্য
পূর্ণ বপন করলে পারে
পূর্ণ আসে দুই হাত ভরে।।
রচনা কাল: ২৯-০৪-২০২১
দুপুর: দুপুর ১১:৪৫ টায়