সন্ধ্যা দিবসকে অন্ধকার করে
সেই অন্ধকার গভীর রাত তৈরি করে
সন্ধ্যা হলে সবার ভিতর
ভয়ের সঞ্চার হতে থাকে।
না জানি অন্ধকারটা
কিভাবে কাটবে...?
অন্ধকারে আলোর প্রয়োজন
দিনের আলোটা সূর্য দিয়ে থাকে।
রাতের আলো চন্দ্র দিলোও
কৃত্রিম আলোর প্রয়োজন হয়
সন্ধ্যা সবাইকে ভাবিয়ে তোলে।।
তারিখ:১৫-০১-২০২২
সময়: সন্ধ্যা ০৬:০০ টায়
দিনাজপুর