সম্পদ কম করো
মনটা বড় করো
মন নাই ধন আছে
কাজে কি যায় আসে?
সম্পদের চিন্তায় ঘুম নাই
দানের চিন্তা মাথায় নাই।
করতে হবে দানের কাজ
তবেই হবে সহজ সব
পথটা করো সহজ
অনায়াসে পার হবে পথ।
পথে কোন বাধা নাই
এক নিমিষে রাস্তা পার
পথের কাঁটা কে সরাবে?
হেঁটে হেঁটে কাঁটা শেষ
কার পায়ে বিঁধেছে কাঁটা।
কাঁটার খোঁজ রেখেছে কি কেউ।।
তারিখ: ২২-১১-২০২২
সময়: রাত্রি ১১:৩০ টায়
দিনাজপুর।