সময় সব বলে দেয়
কখন কি হবে..?
কখন কি ঘটবে..?
কখন জীবনের আলো,
অন্ধকার নেমে আসবে।
কখন ঝড় হবে
কখন বৃষ্টি হবে
কখন ক্ষরা হবে
কখন ভালো-মন্দ
এসে হাজির হবে।
ঘটনা নিজের মতো করে
ঘটতে থাকে...!!
কেউ বাধা দিতে পারে না
প্রকৃতির সাথে কি মানব পারে?
প্রকৃতি চলে নিজের গতিতে।
চুপচাপ থাকে
সময় হলে সব কিছু দেখায়
এত বাধা বিঘ্নের মধ্যে
মানুষ বেঁচে থাকে,
সব কিছুর মোকাবেলা করে।।
তারিখ:০৫-১১-২০২১
সময়: রাত্রি ১:০০ টায়