গরমের শরম নাই
দুঃখির সম্মান নাই...!!
দুঃখি যায় দ্বারে দ্বারে
সম্মান হারায় বারে বারে।
অকথ্য ভাষা শুনে যায়
দুঃখ নিয়ে ফিরে আসে
উপায় নাই করবে কি..?
দ্বারটা তাঁর জীবনসঙ্গী।
একটু পাবে খাবে সুখে
জীবনটা স্বস্তি পাবে
দুঃখির পিছনে কে দাঁড়াবে
ভালো একটু হতে পারবে।
দুঃখির মাথার ছাতা দেও
রাস্তা চলার পথ দাও।।
তারিখ: ১৪-১০-২০২২
সময়: রাত্রি ৩:২০ টায়
দিনাজপুর।