বাবার আঙ্গুলে হীরার আংটি
মায়ের পরনে ছেঁড়া শাড়ি
মা হলো পরের অধীন
তাই রয়েছে এমন দশা।
আগের দিন ভুলে গিয়ে
বধু এখন নিজের পায়ে
আর থাকেনা ছেঁড়া নিয়ে
নিজেও পড়ে ঝকমকে অলংকার।
চলছে দুজনের সমান তালে
কেউ বেজার না কারো দেখে
সুখী হয়েছে দুজনা
অতীত গোঁড়ামি ভুলে গেছে।
বধুরা এখন রাস্তাঘাটে
আর বাঁধা নাই কোনো কাজে
মাথায় নিয়েছে ইটের বোঝা।।
তারিখ: ২৮-০৪-২০২২
সময়: দুপুর ১২:০০ টায়
দিনাজপুর