সবুজে সবুজে ভরে আছে
ফসলের মাঠ গুলি
পাকবে ফসল হবে লাল
কত যে রূপ বদলায়।

এই ফসলের মাঠ গুলি,
পাকা ফসল আনবে ঘরে;
ভরে রাখবে গোলায়
দিনে দিনে ফসল খাবে।

আবার হবে যে নিঃস্ব
গোলাঘর খানি,
কৃষক দৌড়ায় মাঠের দিকে
ভাবে আবার ভরাতে হবে।

সবুজে সবুজে মাঠ
সবুজ লালের আসা-যাওয়া
জনম জনম ধরে,
মাঠে মাঠে সবুজ লাল না থাকলে:
বাঁচতো কি জীবন।।

রচনাকাল: ২৫-১২-২০২০
সময়: রাত্রি ১০:৪৫ টায়
দিনাজপুর।