মর্ত্যে কাহারো পারিবারিক
অনুষ্ঠানে নিমন্ত্রণ না পেলেও
সৃষ্টির কাছে সবাই
একে একে ধারাবাহিক
নিমন্ত্রণ পেয়ে যাবে ।
এটা কেবল সময়ের ব্যবধান
কার বরাদ্দ কখন পড়বে
তখন ডাক দিবে নিয়ে যাবে
দেখাবে এখানে..!!
তোমার শেষ নিমন্ত্রণ।
এখানে এখন রাখা হবে
আর যাওয়া নাই
এখানে থাকো..!!
তোমার ভাগ্যে কি বরাদ্দে আছে
সেটাই আমার কাছ থেকে পাবে।
মত্যৈর নিমন্ত্রণ পাও না পাও
তোমার কোন আত্মীয় বা প্রতিবেশি
কাছ থেকে আমার নিমন্ত্রণ পাবে
এটা কোনদিন ভুল হবেনা
ডাকা হবে সবাইকে।।
রচনা কাল:২৩-০৭-২০২১
সময়: সন্ধ্যা ০৬:৩০ টায়
দিনাজপুর