সবাই যাবে একই পথে
ভেবোনা আর বসে বসে
ভাববে বসে গেছে চলে
আমি আছি বেঁচে।
দু'দিন পরেই দেখতে পাবে
তুমিও যাবে চলে
থাকবে পড়ে বাহাদুরি
যেতে হবে ওই পথে।
কারো দেখে কেউ হেসো না
কোন মজা পেয়োনা
মানবজাতির একই দশা
ভেবে দেখো না কেউ।
কেবল ভাবে আপন কথা
আমি থাকি ভালো
কার কি হোক যায় আসে না
থাকতে পারি যেন,
জগৎটা ধরে।।
তারিখ: ২০-১১-২১
সময়: রাত্রি ০১:১০ টায়
দিনাজপুর।