সবাই আমরা এক মাটিতে
এক সূর্যে একই চন্দ্রে
একই তারায় বসবাস
তবে কেন এত ভেদাভেদ।

সূর্যের তাপ সবার গায়ে
পড়ে সমানতালে..!!
কারও কম কারও বেশি
হয় না কোন মতের পার্থক্য।

তাই নিয়ে হাতাহাতি
হয় না কোনদিন..!!
এই কথা বুঝে সবাই
হয়েও অনেক উদার।

এই নিয়ে দ্বন্দ্ব মনের অমিল
হবে না কখনো..!!
সবার আসে পাতাল থেকে
একই স্বাদের জল।

জলের কোন জাত নাই
জলের জাত একই
জলের নাই ভিন্ন স্বাদ
সব ক্ষেত্রে জলের প্রয়োজন,
তাই জলকে বলে জীবন...।।

তারিখ:২৯-১২-২০২১
সময়: দুপুর ০২:৪৪ টায়
দিনাজপুর