সবার উপর যেন কুদৃষ্টি পড়েছে
ভরা বইমেলার সব লন্ডভন্ড করে দিলো
ক্রেতা বিক্রেতাদুই পক্ষই যেন ক্ষতির মুখে
বইপ্রেমীরা ঘুরে ঘুরে..!!
নিজের পছন্দের লেখকের বই কিনতো
বইমেলা বন্ধ হয়ে যাচ্ছে মহামারীর কারণে।
বিক্রেতার ঘরে কিছু অর্থ আসতো
তা দিয়ে সংসারের ব্যয় মিটতো
সে আশা গুড়েবালিতে পরিণত হলো,
সর্বনাশা মহামারী বেড়া জালে ঘিরেছে।।
রচনা কাল:১১-০৪-২০২১
সময়: রাত্রি ১২:২০টায়
দিনাজপুর