ভোর হলো হাঁটছে পথিক
অন্ধকার শেষ হওয়ার পথে
পথ এগোতে থাকে
দেখে শীতের সকালে,
রাস্তায় ধোঁয়া উঠছে।

চুলায় ঘিরে বসে আছে কচি শিশুরা
চিতই পিঠা কিনে খাবে
সময় হবে দৌড়াবে স্কুলে
বই খাতা নিয়ে।

হেলে দুলে পড়তে থাকবে অংক ধারাপাত
প্রাতঃ ভ্রমণে হেঁটে আসা
পথিকের মনে চায়
নিবে বেশ কয়েকটি চিতই পিঠা।

নিয়ে যাবে বাড়িতে,
খাবে পরিবারের সবাইকে নিয়ে
বৃদ্ধ মা বলে ছেলেকে
খুব সুস্বাদু চিতই পিঠা।

আগামীকাল আনিও আমার জন্য
আরো গোটা কতক চিতই পিঠা
রওনা দিলো আবার
আনবে চিতই পিঠা।

পরিচিত ব্যক্তি বলে উঠে
এত জোরে কোথায় চলেছো
খাবে পিঠা মা জননী
তাই আবার আনতে যাচ্ছি।

দোকানের বানানো শেষ না হতেই
পেয়ে গেলেন বেশ কয়েকটি পিঠা
আনলো পিঠা দিলো হাতে
মা জননী বলে বেঁচে থাকো চিরকাল ধরে।

তোমার মত মাতৃ ভক্তি ছেলে
যেন থাকে সবার ঘরে ঘরে
শান্তি পাবে আমার মত
যত আছে মায়ের জাত।

শীতের সকাল যেন
আবার ফিরে আসে
সামনে বছর শীতে
আবার খেতে পায় যেন,
ছেলের আনা চিতই পিঠা।।

রচনা কাল: ০৪-১১-২০১৯
সময়: সকাল ১১:০০ টায়
দিনাজপুর।