এমন মা শ্যামা মা
যুদ্ধে নেমেছে একাই তা
এলোকেশী রূপে খর্গ হাতে
এসেছে মর্ত্যধামে।
বিনাশ করছে একে একে
কাঁপছে বসে জগতবাসী
কাছে পেলে খন্ড করবে
কে করবে তাঁর অস্ত্র হরণ।
ডাকছে তারা প্রভুকে
বাঁচাও তুমি জীবনকে
কালো রূপ ধারণ করে
অন্ধকারে অমাবস্যায়।
ছুটে চলছে ঊর্ধ্বমুখে
ভোলানাথের কারসাজি
ঘুমিয়ে থাকে পথেতে
এমন সময় চরণ তলে
পরলো স্বামী মহাদেব।
লজ্জায় ক্ষান্ত হলো
জিহ্বায় কামড়
হলো তাঁর আরেক রুপ
খর্গ হাতে দেখতে আরো ভয়ংকর।
মা আসে কার্তিক মাসের অমাবস্যায়
স্মরণ করে পূজা করে
মর্ত্যবাসি খুশি মনে।।
তারিখ: ২৪-১০-২০২২
সময়: সকাল ১০:০০ টায়