শুনলো যখন বীর বাঙালি
দেশ নিতে এসে গেছে,
পশ্চিমা পাকহানাদার বাহিনী
ছুটে গেলো যুদ্ধ করতে।
পিছু হাঁটতে শুরু করলো
চললো লড়াই নয়টি মাস
করলো স্বাধীন দেশ
একাত্তরের ২৬ শে মার্চ
স্বাধীন হলো দেশ।
বাঙালি হলো বীরের জাতি
ভয় করেনা কোনোকালে
সরিয়ে দিয়েছে সব জঙ্গল
ফুলে ফুলে ভরে উঠেছে
সোনার এই দেশ।।
রচনাকাল:১৮-০৩-২০২১
সময়: রাত্রি ১১:৪৫ টায়
দিনাজপুর