শ্মশান ডাকে যতবার
জানতে পারি না একটিবার
এমন ডাক দিবে যখন
নিয়ে যাবে সাথে করে।

একবার যায় শ্মশানে
ফিরে না আর কোনকালে
তেঁতুল তলায় বারবার
মরণ তলায় একবার।।

তারিখ:২৪-১০-২০২২
সময়: রাত্রি ০৮:১০ টায়
দিনাজপুর।