জপতে থাকো বার বার
আসবে ছুটে তোমার দ্বার
ডাকলে পারে শুনতে পায়
তাই ডেকে যাও বারবার।
প্রভু ছাড়া গতি নাই
তাই প্রভুর স্মরণ লও।।

তারিখ: ২০-০৭-২০২২
সময়: সকাল ১০:০০ টায়
দিনাজপুর।