একসঙ্গে পাঁচ ছেলের
মৃত্যুতে মা মানু বালা
শোকে কাতর..কোন কথা
বলতে পারছেনা।
দশদিন আগে মানুবালার
স্বামীর মৃত্যু হলে..!!
ছেলেরা আট ভাই-বোন
ছয় ভাই দুই বোন।
ভোরে মন্দিরে প্রার্থনায় গেলে
রাস্তায় যানবাহনে চাপা দিয়ে
পাঁচ ভাই মৃত্যুবরণ করে..!!
বাকিটা হাসপাতালে।
এ যেন এক বিরল ঘটনা
স্বামীর সাথে পাঁচ জনে চলে যাবে
কল্পনার বাইরে..!!
যা ঘটাবে মানুষ কি করবে.?
সমাধানে আসতে
মৃত্যু ফিরে আসে না।।
তারিখ: ০৯-০২-২০২২
সময়: দুপুর ২:০০ টায়