শীতের রবি ঘুমিয়ে আছে
খুব বেড়েছে শীতের দাপট
ঘুমের ফাঁকে শীতটা
খুব মজা পেয়েছে ।

রবি যদি না ঘুমাই তো
শীত আসতে পারত কি ধরায়.?
রবির তাপে কোথায় পালা তো‌‌ শীত
রবি কেন এত ঘুমায় আছে।

কে ভাঙ্গাবে রবির ঘুম.?
যাবে কে রবির কাছে.?
শংঙ্কা এখষ ওই কথাটাই
নিজের ঘুম নিজে ভেঙ্গে।

উঠবে যখন রবি
শীতেরা তখন পালিয়ে গিয়ে
কোথায় লুকাবে।।

রচনাকাল: ৩১-০১-২০২১
সময়: রাত্রি ১:৫০ টায়
দিনাজপুর।