শীত ঋতু আসতে
আরো  কিছুদিন বাকি
অগ্রহায়ণ পৌষ শীতকাল
তাই হেমন্ত মাসের শেষের দিকে
একটু করে শীতের বার্তা
বইতে শুরু করেছে।

ত্রায়ী ত্রায়ী গরম কাটিয়ে
এখন আনছে শীত
শীতে কাঁথা কম্বলের সমাগম ঘটে
নানা ধরনের মুখরোচক সবজি
হাট-বাজার ভরে ওঠে।

বাঙালি নতুন চালের ভাত খায়
এই শীতের সবজি দিয়ে
আর বলে এরকম দিন
সব সময় থাকলে ভালো হয়।

কিন্তু ঋতুবদলের পালার সাথে
সব বিলীন হয়
আর অন্য ঋতুর সমাগম ঘটে
পরিস্থিতি অন্য হয়ে যায়।

তাই যখন যেমন তখন তেমন
করে দিন পার করতে হয়।

তারিখ: ০৭-১১-২০২১
সময়: দুপুর ১:০০ টায়
দিনাজপুর।