শীত নিবারণের জন্য
দুস্থ গরিব মানুষের পাশে
মহৎ ব্যক্তিরা এগিয়ে আসে
তাদের জন্য গরম পোশাক,
কম্বলের ব্যবস্থা করে।
শীতের জন্য যতটুকু পারে করে
গরমের জন্য কেউ এগিয়ে আসে না
কোনো শীতল বাতাস পাবার
ব্যবস্থা করে না।
বুঝা যাচ্ছে শীতই বেশি ভয়ঙ্কর
শীত গরম দুই সমানতালে
পাল্লা দিয়ে চলে
বছরে দুজনে ছয় মাস
করে উঁকি দিতে থাকে।
প্রকৃতির যত কিছু আছে
মানুষকে এই পৃথিবীতে,
ভোগ করতে হবে।।