শিশিরে হাঁটা বড় কঠিন
জলের উপর হেঁটে চলা
এটা খুব সহজ না
অনেক কঠিন জীবনে
এক অসাধ্য সাধন করা
যাহা শত চেষ্টায় করা সম্ভব না।
তাও শিশির দিয়ে হেঁটে
যাওয়ার জন্য চেষ্টা করে
জীবনে অনেক ঝুঁকি নেওয়া
যদি সফল হয়।
শত শত চেষ্টা করে যায়
চেষ্টা নেওয়াটা বড় কথা
শিশির তাপ পেলে শুকিয়ে যায়
শিশিরে থাকবে না,
এক বিন্দু জল।
তারপর কেমনে হাঁটে
শিশিরে হাঁটতে যেয়ে
শিশির নিঃশেষ হয়ে যায়।।
রচনাকাল: ২৭-০৫-২০২১
সময়: দুপুর তিনটা