শিমুল তুমি শিমুল থাকো
আমি থাকি গাছে
তোমার শোভা নাই বেশিদিন
আমি হবো শিমুল।
ফুলের শোভা অল্প দিন
ঝরে পড়বে হবে গাছটা খালি
তাই হতে চাই শিমুল আমি
থাকবো গাছের ডালে।
আমায় কেউ ভাঙবে না
ধরবো ডাল শক্ত করে
চৈত্রে মাসে শোভা পায়
শিমুল গাছের রুপ।
লাল ফুলে গাছটা ঢাকে
দেখে সবার চমক লাগে।।
তারিখ:১৬-০৩-২০২৩
সময়: দুপুর ১২:০০ টায়
দিনাজপুর