পুড়লো কপাল ২২শে
ফিরলো কপাল ২৩শে
যাচ্ছে হেঁটে পথটা দিয়ে
কাঁদছে ২২ ডুকরে ডুকরে।

ভালোই ছিলাম বারো মাস
কেন তা পূর্ণ হলো
হতো যদি ১৪ মাস
থাকতাম আমি আরো দুই মাস।

১৪ মাসে বছর হোক
ফিরে পাই আবার থাকার আদেশ
আইন নিয়ে লড়বো আমি
যদি হয় ১৪ মাস।

২২ এর পাগলামি
ছাড়ো রে ভাই জেদাজেদি।।

তারিখ:১-০১-২০২৩
সময়: সন্ধ্যা ৭:০০ টায়
দিনাজপুর।