দান একটু ছোট্ট কিছু
হয় যে তা মহৎ কিছু
দানে আনে সুফল বয়ে
পূর্ণ্য আনে ধীরে ধীরে ।

এক মুঠি চাল‌ ভিক্ষুককে দান
হলো‌ তোমার মহৎ কিছু
গড়াই দিতে হবে না
বিলাসিতা বাড়ি।

আরো দিতে হবে না
গায়ে দেওয়া কাশ্মীর শাল
একটু পেলেই খুশি..!!
থাকো কেন চিন্তা নিয়ে।

দানের কথা মাথায় নিয়ে
কাটাও কাল খুশি হয়ে।।

তারিখ: ১১-১২-২০২২
সময়: সকাল‌ ১০:০০ টায়
দিনাজপুর।