২০২১ সালের পহেলা মার্চ এসে গেলো
স্বাধীনতা দুয়ারে এসে গেছে
১৯৭১ সালে ২৬শে মার্চ সোনার বাংলা
স্বাধীন পেয়েছে।
অনেক ত্যাগ অনেক রক্ত
অনেক জীবন দিয়ে দেশটা,
পুড়িয়ে ছারখার করার পর;
বাঙালি পেয়েছিলো স্বাধীনতা।
কত মায়ের বুক খালি হয়েছে
কত না কোলের শিশুকে আছড়ে মেরেছে
কতনা জীবন একসঙ্গে জীবিত
মাটি চাপা দিয়েছে,
কত আত্মত্যাগের পর,
স্বাধীনতা ফিরে পাওয়া।।
রচনা কাল:২৭-০২-২০২১
সময়: রাত্রি ৮:৩০ টায়
দিনাজপুর।