মানুষ বাড়িতে অনেক
কিছুর সঙ্গে
বসবাস করে থাকে
থাকে গবাদি পশু জীবজন্তু

দাস দাসী আরো অনেক
বসবাসের বাড়িতে যেন থাকে
প্রয়োজনীয় বৃক্ষ..!!
বৃক্ষ আরাম দেবে
জীবনকে সতেজ করে রাখবে।

ফল দিবে জ্বালানি দিবে
অনেক উপকার করবে
তাই নিজের বসবাসের  
সঙ্গে যেন থাকে প্রকৃতি।।

রচনা কাল: ৩১-০৩-২০২১
সময়: রাত্রি ১২:৪০ টায়
দিনাজপুর।