সাক্ষী দিচ্ছে

(আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা)

সাক্ষী দিচ্ছে ভাষার জন্য
প্রান দেওয়া শহীদের জন্য
দেশের শহীদ মিনার গুলি
কথা বলে আমরা,
এখনো বেঁচে আছি।

মরে ও আমরা অমর
কথা বলছে বাংলা ভাষায়
খুশি মোদের অনেক
জাতির জন্য করে গেছি,
প্রাণ দিয়ে।

ক্ষতি কি আজ তাতে..?
মিনার গুলি কথা বলছে
তাদের জন্য মিনার যেন
বহন করে পবিত্র ধারা।

ধুয়ে মুছে ফুলে ফুলে,
ভরে থাকে যেন সুগন্ধি হয়ে।।

রচনাকাল:২০-০২-২০২১
সময়: দুপুর ১১:৪৫ টায়