ঝড় তুলেছে নিজে নিজে
থামবে আবার নিজে
ঝড় দেখে ভয় পায়;
লুকাবে আবার কোথায় গিয়ে?
তুফান যখন আসবে ধেয়ে
উড়ায় নিবে সাগর পাড়ে।
স্রোতের টানে ভেসে যাবে
জীবন কি আর ফিরে পাবে?
সাগর যখন রেগে থাকে
কাছে যেও না ভুলেও নিজে।।
রচনাকাল
তারিখ: ২৮-০৩-২০২৫
সময়: দুপুর ১:০০ টায়
দিনাজপুর।