সাগরের সৃষ্টিটা
কে করেছে এমনটা
ভেবে পাইনা ইতিহাস
গভীরে যখন গেলাম;
দেখতে পেলাম সৃষ্টিকর্তা।

সৃষ্টির এমন মহান শক্তি
খাল কেটেছে
জল এনেছে
নিয়ে চলেছে সুদূর দেশে।

চলছে সাগর নিজের পথে
বয়ে চলেছে নিজ গতিতে
কখনো স্থির কখনো উত্তাল
ঢেউ চলেছে নিত্যের তালে তালে।

মন মাতানো ঢেউ দেখিয়া
চক্ষু জুড়ায় দর্শকদের
দেখে তাতে মন ভরে না
ফিরতে চায় না বাড়ির দিকে
মনের আশা...!!
থাকতে চায় সাগর পাড়ে
ঘর বাঁধে চির দিনের।।

রচনাকাল
তারিখ:  ২৯-০৩-২০২৫
সময়:  বিকাল ০৩:৩৫ টায়
দিনাজপুর।