কার রুজি কোথা থেকে
বলা মুশকিল মন থেকে
ময়লা ঘেটে রুজি পায়
দুঃখের দিন এমনি যায়।

কারো ভাগ্যে ক্ষীর পায়েস
কারো ভাগ্যে একমুঠো শাক
শাকে আনে আনন্দ
হয় না কোন নিরানন্দ।।

তারিখ:০৫-০৪-২০২৩
সময়: দুপুর ১২:০০টায়
দিনাজপুর।