আজ রথযাত্রা
প্রতি আষাঢ় মাসে
রথ উৎসব হয়ে থাকে
সবখানেই এই রথ উৎসব
ঘটা করে হয়।
বহু ভক্তের সমাগম
ঘটে রথ চত্বরে
সব ভক্তগণ সারিবদ্ধ হয়ে
রথের দড়ি ধরে রথ টানতে থাকে।
পূর্ণ সঞ্চয় করার জন্য
বিশাল মেলা বসে
বাদ্য-বাজনা যেন
এক আনন্দের বন্যা বয়ে যায়।
রথে জগন্নাথ বলরাম
বোন সুভদ্রা বসে থাকে
শ্রীকৃষ্ণই জগন্নাথ
যিনি জগতের নাথ
তাই তাঁকে জগন্নাথ বলা হয়।।
রচনা কাল: ০৫-০৭-২০২১
সময়: দুপুর ১২:০০ টায়।