কেউ আছে শুকনা মুখে
কেউ আছে রস মুখে
কেউ খাচ্ছে এক তালা ভাত
কেউ দেখছে চেয়ে চেয়ে।

ভাবছে বসে আমার
ভাগ্যে জুটবে কিনা
ভেবে ভেবে যাবে দিন
যাকে দেওয়ার দিয়ে যায়।

অন্য জন কেঁদে মরে
যাচ্ছে দিন চলে এমন
কষ্ট নিয়ে যাবে দিন
সুখের দিন কাটে ভালো।
ভাবনা নাই কোন কালে।

তারিখ:৩০-১-২০২৩
সময়: দুপুর ২:০০ টায়
দিনাজপুর